ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মালদ্বীপে বাংলাদেশি বন্দিদের সাজা মওকুফের অনুরোধ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২১
মালদ্বীপে বাংলাদেশি বন্দিদের সাজা মওকুফের অনুরোধ

ঢাকা: মালদ্বীপে প্রবাসী বাংলাদেশি বন্দিদের সাজা মওকুফের অনুরোধ জানিয়েছেন দেশেটি নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল মুহাম্মদ নাজমুল হাসান। মালদ্বীপের প্রসিকিউটর জেনারেল হোসাইন শামীমের সঙ্গে এক বৈঠকে তিনি এ অনুরোধ জানান।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল মুহাম্মদ নাজমুল হাসান মালদ্বীপের প্রসিকিউটর জেনারেল হোসাইন শামীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় মালদ্বীপে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন আইনগত সুবিধা অসুবিধার বিষয়ে আলোচনা হয়। এছাড়া বাংলাদেশি নাগরিকদের চলমান মামলাগুলো দ্রুত নিষ্পত্তি ও বন্দিদের সাজা মওকুফের বিষয়ে আহ্বান জানান।

মালদ্বীপে বেশ কিছু অনিয়মিত বাংলাদেশি নাগরিক রয়েছেন। তাদের মধ্যে অনেক নাগরিক দেশটির জেলে বন্দি আছেন।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২১
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।