ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অসদাচরণ: উপসচিব লোকমান আহমেদ বরখাস্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২১
অসদাচরণ: উপসচিব লোকমান আহমেদ বরখাস্ত

ঢাকা: অসদাচরণের অভিযোগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) মো. লোকমান আহমেদকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন সাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, লোকমান আহমেদের বিরুদ্ধে প্রাপ্ত অসদাচরণের অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩ (খ) অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্বান্ত গৃহীত হয়েছে এবং বিধিমালার বিধি ১২ (১) অনুযায়ী কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন। সেহেতু এ বিধিমালার বিধি ১২ (১) অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

সাময়িক বরখাস্তকালে তিনি বিধি অনুযায়ী ভাতা প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে বলা হয়।

ওএসডি হওয়ার আগে তিনি সংসদ সচিবালয়ে কর্মরত ছিলেন বলে জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়।

তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার, নানা অপকর্ম, সরকারি কোয়ার্টারের প্রতিবেশী কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে আচরণ করেছেন।

এসব অভিযোগে তার বিরুদ্ধে মতিঝিল, শাহবাগ ও রমনা থানায় ৬টি জিডি করা আছে। তাদের মধ্যে একজন অতিরিক্ত সচিবও জিডি করেছেন।

বাংলাদেশ সময়: ০০০৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২১
এমআইএইচ/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।