ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নরসিংদীতে দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২১
নরসিংদীতে দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ নিহত ২ মুকিত

নরসিংদী: নরসিংদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ছাত্রসহ দু’জন নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার চরাঞ্চলের নজরপুরে শেখ হাসিনা সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।


 
নিহতরা হলেন-পৌর শহরের রাঙ্গামাটি এলাকার রফিক মিয়ার ছেলে আরিফ (২০) ও সাটিরপাড়ার কামাল আফসারীর ছেলে মুকিত (২১)। মুকিত নর্থ সাউথ ইউনিভার্সিটির আইন বিভাগের ছাত্র।
 
পুলিশ জানায়, নরসিংদীর সঙ্গে নদী বেষ্টিত চরাঞ্চলে যাতায়াতের জন্য নতুন সড়ক ব্রিজ তৈরি করা হয়েছে। প্রায়ই শহরের বিভিন্ন বয়সের লোকজন সেখানে ঘুরতে যায়। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তারাবির নামাজ শেষে আরিফ মোটরসাইকেল নিয়ে নাগরিয়াকান্দি এলাকায় শেখ হাসিনা সেতুতে ঘুরতে যান। একই সময় মুকিতও দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে ঘুরতে যান ওই এলাকায়। নজরপুর এলাকায় পৌঁছুলে মুকিত এক পথচারীকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বিপরীত দিক থেকে আসা আরিফের মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আরিফ মারা যান। এসময় গুরুতর আহত হন মুকিত। পরে আহত মুকিতকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় নেওয়ার পথে মুকিত মারা যান।  

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আতাউর রহমান বলেন, দু’টি মোটরসাইকেলই অতিরিক্ত গতিতে চলছিল।  

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২১
এসআই

  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।