ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টেস্টিং কিট-রিএজেন্ট জালিয়াতির দায়ে আটক ৯

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২১
টেস্টিং কিট-রিএজেন্ট জালিয়াতির দায়ে আটক ৯

ঢাকা: অননুমোদিত মেডিক্যাল ডিভাইস আমদানি, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ টেস্টিং কিট এবং রি-এজেন্ট জালিয়াতির মূলহোতাসহ ৯ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দিনগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকার তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসময় বিপুল পরিমাণ অননুমোদিত, মেয়াদোত্তীর্ণ ভেজাল মেডিক্যাল কিট ও রি-এজেন্ট জব্দ করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি ইমরান খান জানান, চক্রটি মেয়াদোত্তীর্ণ টেস্টিং কিট ও রিএজেন্টে নতুন করে মেয়াদ বসিয়ে বাজারজাত করে আসছিলেন।  

বিকেল ৩টায় মোহাম্মদপুর র‌্যাব-২ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২১
পিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।