ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব: আরো ২৪ জন গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২১
ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব: আরো ২৪ জন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের নারকীয় তাণ্ডবের ঘটনায় আরও ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল থেকে শুক্রবার (১৬ এপ্রিল) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ২৬১ জন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশের বিশেষ অভিযানিক দল অভিযান চালিয়ে ওই ২৪ জনকে গ্রেফতার করে। তাণ্ডবের এ ঘটনায় এখন পর্যন্ত ৫৪টি মামলা হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় তিনটি ও সরাইল থানায় দুইটি মামলা দায়ের হয়েছে। এ মামলাগুলোর এজহারনামীয় আসামি ৪১৪ জন এবং অজ্ঞাতনামা আসামি অন্তত ৩৮ হাজার।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন, তাণ্ডবের ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র দেখে আমরা আসামিদের শনাক্ত করে গ্রেফতার করছি। আমাদের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।