ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

প্রধান বিচারপতির সই জাল করে গ্রেফতার দেলোয়ার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২১
প্রধান বিচারপতির সই জাল করে গ্রেফতার দেলোয়ার

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে প্রধান বিচারপতির সই জাল করে গ্রেফতারি পরোয়ানা ও হত্যা মামলার আসামীদের বাঁচিয়ে দিতে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় অভিযুক্ত দেলোয়ার হোসেন বুলবুলকে গ্রেফতার করেছে পুলিশ।

মাধবপুর থানা পুলিশ শনিবার (১৭ এপ্রিল) সিলেটের ওসমানীনগর থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করে।

বুলবুল ওসমানীনগর উপজেলার কোনাপাড়া গ্রামের মৃত কনা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বুলবুল প্রধান বিচারপতির স্বাক্ষর জাল করে মাধবপুর উপজেলার হাড়িয়া গ্রামের মর্তুজ আলী হত্যা মামলার আসামীদের বিরুদ্ধে 'ভুয়া' গ্রেফতারি পরোয়ানা পাঠিয়েছেন। এছাড়া আসামীদের সাজা থেকে বাঁচিয়ে দেয়ার কথা বলে ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ বিষয়ে গত ফেব্রুয়ারি মাসে আদালতে প্রতারণার মামলা হলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।  

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বুলবুল একজন পেশাদার প্রতারক। তার বিরুদ্ধে আরো নানা অভিযোগ রয়েছে। তিনি নিজেকে বিচারপতির ভাই পরিচয় দিয়ে প্রতারণা করেন। তার সহযোগীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ০১০২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২১
ইইউডি/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।