সাতক্ষীরা: সাতক্ষীরায় ডোবা থেকে ফেরদৌসি খাতুন নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৮ এপ্রিল) দুপুরে জেলার তালা উপজেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা গ্রামের শেখপাড়া মসজিদ সংলগ্ন একটি শুকনো ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ফেরদৌসি খাতুন নগরঘাটা গ্রামের চৌকিদার আব্দুস সবুরের দ্বিতীয় স্ত্রী।
পুলিশ জানায়, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফেরদৌসি খাতুনের প্রথম স্বামী আব্দুল্লাহ বছর তিনেক আগে মারা যায়। পরে আব্দুস সবুরকে বিয়ে করেন তিনি।
স্থানীয়রা জানায়, আব্দুস সবুর ও ফেরদৌসি খাতুনের মধ্যে পারিবারিক কলহ ছিল। দুপুরে ডোবায় ফেরদৌসির মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহেদ মোর্শেদ জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২১
আরএ