মাদারীপুর: মাদারীপুরের শিবচর উপজেলার মাদবর চর হাট থেকে ৩২০ কেজি জাটকা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৮ এপ্রিল) দুপুরের দিকে জাটকাগুলো জব্দ করা হয়।
শিবচর উপজেলা মৎস্য অফিস সূত্রে জানায়, সকাল থেকে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিমের নেতৃর্তে উপজেলার মাদবর চর, পাঁচ্চর ও চান্দের চর বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। দুপুরে মাদবর চর বাজার থেকে ৩২০ কেজি জাটকাসহ ১৪ মাছ ব্যবসায়ীকে আটক করা হয়। পরে মাছগুলো স্থানীয় পাঁচটি মাদ্রাসায় বিতরণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম বাংলানিউজকে জানান, করোনা পরিস্থিতি বিবেচনায় শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্যারের পরামর্শে আটকদের কাছ থেকে মুচলেকা রেখে সর্তক করে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২১
এসআরএস