বাগেরহাট: বাগেরহাটে হেফাজত কর্মীদের হামলায় মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবিরসহ অন্তত ৭ পুলিশ সদস্য আহত হয়েছেন।
সোমবার (১৯ এপ্রিল) বেলা পৌনে ১১টায় মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোড়ে এ হামলার ঘটনা ঘটে।
অন্য আহতরা হলেন-মোল্লাহাট থানার উপপরিদর্শক (এসআই) ঠাকুর দাস মণ্ডল, সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. লিয়াকত, মো. বাহারুল, পুলিশ সদস্য নাজমুল ফকির, সোহাগ মিয়া, মো. শহিদুল ইসলাম।
মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, হামলায় আহত সাত পুলিশ সদস্য আমাদের এখানে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে ওসি সাহেব সব থেকে বেশি আহত হয়েছেন। তার ডান পায়ে সেলাই দেওয়া লেগেছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের নানাবাড়ি মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রামে। ওই গ্রামের উদয়পুর জামেয়া হালিমিয়া মাদরাসার শিক্ষকদের নেতৃত্বে মিছিল করার জন্য জড়ো হয়েছিল হেফাজত কর্মীরা। ওই মিছিল থেকেই পুলিশের উপর হামলার ঘটনা ঘটে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির বলেন, হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে গ্রেফতারের প্রতিবাদে মিছিল করার জন্য বিভিন্ন মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা জড়ো হচ্ছিল হাসপাতাল মোড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের জড়ো হওয়ার কারণ জানতে চাইলে তারা পুলিশের ওপর হামলা করে।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ বলেন, হামলার পরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
হাসপাতাল মোড়সহ মোল্লাহাটের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২১/আপডেট: ১৬০২ ঘণ্টা
এনটি/আরএ