ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সুরক্ষা অ্যাপে মিলছে করোনা টিকার সনদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২১
সুরক্ষা অ্যাপে মিলছে করোনা টিকার সনদ

ঢাকা: করোনা ভাইরাস প্রতিরোধে যারা টিকার দুই ডোজ নিয়েছেন, এমনকি দুই ডোজ সম্পূর্ণ হয়েছে এমন মেসেজ পাচ্ছেন, শুধু তারাই সুরক্ষা অ্যাপ থেকে করোনা টিকার সার্টিফিকেট বা সনদপত্র পাচ্ছেন। অনলাইন থেকেই সার্টিফিকেট ডাউনলোড করে প্রিন্ট করা যাচ্ছে।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মো. আলমগীর বাংলানিউজকে বলেন, করোনা প্রতিরোধে যারা টিকার দুই ডোজ নিয়েছেন তাদের সনদ দেওয়া শুরু হয়েছে। দ্বিতীয় ডোজ নেওয়ার পর যারা এসএমএস পাচ্ছেন তারা এখন ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য দিয়ে এটি ডাউনলোড করতে পারছেন। ক্রমান্বয়ে সবাইকে এসএমএস পাঠানো হবে।

মঙ্গলবার (২০ এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক লাখ ৭০ হাজার ৯২০ জন। আর প্রথম ডোজের টিকা নিয়েছেন ১৫ হাজার ৯৩৮ জন। এদের মধ্যে মাত্র নয়জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া (যেমন: জ্বর, টিকা দেওয়া স্থানে লাল হাওয়া ইত্যাদি) দেখা গেছে।  

তিনি জানান, এ পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৭ লাখ ৪৫ হাজার ৮৫ জন ও দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১৬ লাখ ৭৮ হাজার ১৮৯ জন। এদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে ৯৮৭ জনের। পাশাপাশি টিকার জন্য নিবন্ধন করেছেন ৭১ লাখ ৫০ হাজার ৮৭৩ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় প্রথম ডোজের মোট টিকা নিয়েছেন ১৫ হাজার ৯৩৮ জন। এদের মধ্যে পুরুষ ১০ হাজার ২৬১ জন ও নারী পাঁচ হাজার ৬৭৭ জন। আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক লাখ ৭০ হাজার ৯০২ জন। এদের মধ্যে পুরুষ এক লাখ আট হাজার ৭৯৬ জন ও নারী ৬২ হাজার ১০৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্য অনুসারে, গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচি শুরু করে। প্রথম দিন টিকা দেওয়া হয় ২৬ জনকে। আর ৭ ফেব্রুয়ারি সারাদেশে টিকা কার্যক্রম শুরু হয়। এদিন সারাদেশে টিকা নেন ৩১ হাজার ১৬০ জন। এদের মধ্যে পুরুষ ২৩ হাজার ৮৫৭ জন ও নারী সাত হাজার ৩০৩ জন।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২১
পিএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।