ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কর কমিশনার আলী আসগরের মৃত্যুতে অর্থমন্ত্রীর শোক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২১
কর কমিশনার আলী আসগরের মৃত্যুতে অর্থমন্ত্রীর শোক

ঢাকা: কর বিভাগের কর্মকর্তা কমিশনার মো. আলী আসগরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।  

বুধবার (২১ এপ্রিল) এক শোকবার্তায় অর্থমন্ত্রী ব্যক্তিগতভাবে ও অর্থমন্ত্রণালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে মরহুমের পরিবার-পরিজন, সন্তানসহ সবাইকে গভীর সমবেদনা জানান।

শোক বার্তায় অর্থমন্ত্রী বলেন, আলী আসগর ত্রয়োদশ বিসিএসের কর ক্যাডারের একজন মেধাবী, দক্ষ ও চৌকষ কর্মকর্তা ছিলেন। কর আপিল জোন-৩ এ কমিশনার হিসেবে কর্মরত আলী আসগর কর বিভাগের মর্যাদা সমুন্নত রাখতে সর্বদা সচেষ্ট ছিলেন।  

প্রসঙ্গত, কর বিভাগের কর্মকর্তা কমিশনার আলী আসগর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেল ৫টা ১৯ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বাড়ি শরীয়তপুরের গোসাইরহাট থানায়। তিনি এলাকায় নানাবিধ সমাজিক কল্যাণমূলক কাজে সম্পৃক্ত ছিলেন। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক কন্যা রেখে গেছেন।

** করোনায় কর কমিশনার আলী আসগরের মৃত্যু

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২১
জিসিজি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।