বান্দরবান: কুমিল্লা থেকে অপহরণের এক মাস পর বান্দরবানের লামা উপজেলায় মোঃ অলি উল্লাহ স্বাধীন (১৭) নামে এক হাফেজের মরদেহ পাওয়া গেছে। এক লাখ টাকা মুক্তিপণ না পেয়ে তাকে হত্যা করে মরদেহ মাটিতে পুঁতে রাখা হয়েছিল।
বুধবার (২১ এপ্রিল) রাত ২টার দিকে লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শিং ঝিরি এলাকায় অভিযান চালিয়ে মাটির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে লামা থানা পুলিশ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্বাধীন কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ফতেহাবাদ ইউনিয়নের বিষুপুর গ্রামের মো. মোবারক হোসেনের ছেলে। গত ২২ মার্চ স্বাধীন তার ফুপাতো ভাই মো. আরিফুল ইসলামের সঙ্গে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর স্বাধীনের কোনো খোঁজ খবর না পেয়ে গত ২৪ মার্চ কুমিল্লা বুড়িচং থানায় একটি হারানোর সাধারণ ডায়েরি করে পরিবার। এর সূত্র ধরে তার মোবাইল ফোন নম্বর ট্র্যাক করে মঙ্গলবার লামা থানায় আসে স্বাধীনের পরিবার ও পুলিশের একটি টিম। মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে পুলিশ লামার রূপসীপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বেত ঝিরি থেকে কুমিল্লা জেলার বুড়িচং থানার খারাতাইয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে মো. ফয়েজ আহমদ (৩৮) ও নিহতের ফুপাতো ভাই দেবিদ্বার থানার ফতেহাবাদ ইউনিয়নের বিষুপুর গ্রামের মৃত মো. আব্দুল গণি খাঁর ছেলে মো. আরিফুল ইসলামকে (১৭) আটক করে জিজ্ঞাসাবাদ করে। এসময় তারা স্বাধীনকে হত্যা করে মরদেহ পুঁতে রেখেছেন বলে জানান। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে গভীর রাতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২১
এসআই