ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যাত্রীবেশে টাকা চুরি, পাকড়াও চোর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২১
যাত্রীবেশে টাকা চুরি, পাকড়াও চোর যাত্রীবেশে টাকা চুরি, পাকড়াও চোর

নারায়ণগঞ্জ: পরনে কোর্টপ্যান্ট, দেখতে যে কোনো অফিসের বড় কর্মকর্তার মতো মনে হয়। এমন বেশভূষা ধারণ করে অভিনব কৌশলে অটোরিকশার যাত্রীর ব্যাগ কেটে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করা হলো মনির শেখ (৩৫) নামে এক চোরকে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে ফতুল্লা থানার রামারবাগস্থ নতুন স্টেডিয়ামের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কে এ ঘটনা ঘটে।  

আটক মনির শেখ বাগেরহাট জেলার সুন্দরগনা থানার মোসলেম শেখের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টায় সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজর আব্দুল্লাহর ছেলে ওসমান গণি উজ্জল (২০) শিবু মার্কেটস্থ ইউসিবি ব্যাংক থেকে ১ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা তুলে অটোরিকশা করে সাইনবোর্ড যাচ্ছিলেন। এ সময় অটোরিকশায় বসা যাত্রীবেশী চোর মনির শেখ ব্যাগ কেটে টাকা নিয়ে স্টেডিয়াম গেটে নেমে যান। বিষয়টি টের পেয়ে টাকা বহনকারী উজ্জল অটোরিকশা থেকে নেমে দৌঁড়ে গিয়ে চোর মনিরকে হাতেনাতে ধরে ফেলেন।

উজ্জল জানায়, মিজমিজি দক্ষিণ পাড়াস্থ ইপিক ফুড ওয়্যারে কর্মরত রয়েছে তিনি। বৃহস্পতিবার দুপুরে শিবু মার্কেট ইউসিবি ব্যাংক থেকে ১ লাখ ৪৮ হাজার ৫’শ ৪০ টাকা তুলেন তিনি। অটোরিকশায় যাওয়ার সময় চোর মনিরের খপ্পরে পড়েন তিনি। বিষয়টি টের পেয়ে ডিএমপির একজন পুলিশ কর্মকর্তার সাহায্যে তাকে আটক করে ফতুল্লা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ মনিরকে আটক করে থানায় নিয়ে আসে।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।