ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বড়লেখায় ইউনিয়ন অফিসে আগুন, নথি পুড়ে ছাই

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২১
বড়লেখায় ইউনিয়ন অফিসে আগুন, নথি পুড়ে ছাই

মৌলভীবাজার: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ৫টি কম্পিউটার ও গুরুত্বপূর্ণ সব নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার (২৫ এপ্রিল) সকালে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্র জানায়, হঠাৎ করে ধোঁয়া বের হতে দেখা যায়। বিষয়টি তারা ফায়ার সার্ভিসকে জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ইউপি চেয়ারম্যানের কক্ষ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ডিজিটাল সেন্টার ও গ্রাম আদালতের কক্ষসহ পাঁচটি কক্ষের পাশাপাশি ইউনিয়নের ৫টি কম্পিউটার এবং গুরুত্বপূর্ণ সব নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল-ইমরান বাংলানিউজকে বলেন, ‘আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে পরে জানা যাবে। ’

এ বিষয়ে মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন বলেও জানান শামীম আল-ইমরান।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২১
বিবিবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।