ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পদ্মার ৪৯ কেজি ওজনের কাতলা বিক্রি হলো ৬৮ হাজার টাকায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২১
পদ্মার ৪৯ কেজি ওজনের কাতলা বিক্রি হলো ৬৮ হাজার টাকায় পদ্মার ৪৯ কেজি ওজনের কাতলা বিক্রি হলো ৬৮ হাজার টাকায়। ছবি: বাংলানিউজ

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদী থেকে ৪৯ কেজি ওজনের একটি কাতলা মাছ ৬৮ হাজার ৭০০ টাকায় বিক্রি হয়েছে। ফরিদপুর সেবা মৎস্যজীবী সমবায় সমিতির সহ-সভাপতি জেলে শামছুল বেপারী এ মাছটি শিকার করেন।

মৎস্য আড়তদার মোকলেসুর ৬৩ হাজার ৭০০ টাকা দিয়ে কিনে ৬৮ হাজার ৭০০ টাকায় বিক্রি করেন ঢাকার এক ব্যবসায়ীর কাছে।

সোমবার (২৬ এপ্রিল) মধ্যরাতে পদ্মা নদী থেকে মাছটি শিকার করে ভোরে মাওয়া মৎস্য আড়তে আনা হয়।

আড়তদার মৎস্য ব্যবসায়ী মোকলেসুর রহমান বাংলানিউজকে বলেন, ঢাকার ইসরাক তমাল চৌধুরী নামের স্কয়ার ও শিপিং ব্যবসায়ীরা তাদের সঙ্গে যোগাযোগ করলে মাছটি পাঁচ হাজার টাকা লাভে বিক্রি করা দেওয়া হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ বাংলানিউজকে জানান, এখন নদীতে নতুন পানি প্রবাহিত হচ্ছে যার কারণে ডিম পারতে এসব মাছ পরিবেশ পরিস্থিতি অনুযায়ী ছোটাছুটি করে। এমন সময় জেলেদের ৪৯ কেজি ওজনের মাছটি ধরা পড়ে।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।