ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ভূঞাপুরে কাভার্ডভ্যানের চাপায় এনজিও কর্মী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২১
ভূঞাপুরে কাভার্ডভ্যানের চাপায় এনজিও কর্মী নিহত

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে কাভার্ডভ্যানের চাপায় মানিক মিয়া (৩০) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর এক জন।

সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মানিক জেলার মধুপুর উপজেলার আম্বারিয়া গ্রামের জালাল মিয়ার ছেলে এবং বেসরকারি সংস্থা সোস্যাল এডভান্সডম্যান্ট থ্রো ইউনিটি (সেতু) ভূঞাপুর শাখার ক্রেডিট অফিসার-২ (মাঠকর্মী) হিসেবে কর্মরত ছিলেন।

এডভান্সডম্যান্ট থ্রো ইউনিটি (সেতু) ভূঞাপুর শাখা ব্যবস্থাপক শাহতাব উদ্দিন বলেন, মানিক ও তাহেরুল অফিসের কাজ শেষে মোটরসাইকেলে করে ভূঞাপুর বাজারে ইফতারি কিনতে গিয়েছিলেন। পথে বাসস্ট্যান্ড এলাকায় একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলটিকে সামনে থেকে চাপা দেয়। এতে মানিক ঘটনাস্থলে মারা যায়। তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. অনিন্দিতা রানী পাল বলেন, দুর্ঘটনায় দুই জনের মধ্যে মানিক নামে এক জন হাসপাতালে আনার আগেই মারা গেছেন। আহত অপরজনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব বলেন, ঢাকা থেকে আসা মেসার্স আশরাফি ট্রান্সপোর্ট নামে একটি কাভার্ডভ্যান সামনে থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।