কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে তাণ্ডবের ঘটনায় দায়ের করা মামলায় হেফাজতের কেন্দ্রীয় নেতা এবং জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদুল্লাহ জামীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেলেজেলা শহরতলীর সতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাওলানা মুহাম্মদুল্লাহ জামী কিশোরগঞ্জ শহরের পূর্ব তারাপাশা এলাকার মৃত মাওলানা আব্দুর রহমান জামীর ছেলে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর সিদ্দিক বাংলানিউজকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিকেলে ওই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের ডাকা হরতালের দিন কিশোরগঞ্জে নাশকতার কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ রয়েছে। গ্রেফতার জামীকে বিকেলেই কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২১
এসআরএস