ঢাকা: জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালের সম্প্রসারণ কাজের জন্য ঠিকাদার প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে সরকার। এ কাজে ১২৪ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।
বুধবার (২৮ এপ্রিল) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এক ভার্চ্যুয়াল বৈঠকে ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে অনুমোদিত ক্রয় প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহিদা আক্তার।
বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, আজ অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৪তম এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির অনুমোদনের জন্য চারটি এবং ক্রয় সংক্রান্ত- কমিটির অনুমোদনের জন্য সাতটি প্রস্তাব উত্থাপন করা হয়। ক্রয় কমিটির প্রস্তাবগুলোর মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তিনটি, রেলপথ মন্ত্রণালয়ের একটি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের একটি, বিদ্যুৎ বিভাগের একটি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের একটি প্রস্তাব ছিল। এরমধ্যে দু’টি প্রকল্পের ঠিকাদারের কার্যাদেশ বাতিল করে পুনঃদরপত্র আহ্বানের প্রস্তাব করা হয়েছে।
ক্রয় কমিটির অনুমোদিত পাঁচটি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ এক হাজার ৮০৮ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ১৬৪ টাকা। মোট অর্থায়নের মধ্যে জিওবি হতে ব্যয় হবে এক হাজার ৭৯২ কোটি ৮৩ লাখ ৩৫ হাজার ৮৪৬ টাকা এবং ভারতীয় ঋণ ১৬ কোটি তিন লাখ ৪৫ হাজার ৩১৮ টাকা।
অর্থ মন্ত্রণালয় একটি সার্কুলারে জানিয়েছে নতুন পূর্ত এবং নির্মাণ কাজ বন্ধ থাকবে। কিন্তু আজ বেশ কয়েকটি পূর্ত নির্মাণ কাজ অনুমোদন দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি অর্থমন্ত্রী বলেন, পূর্ত এবং নির্মাণ কাজ বন্ধ থাকবে, এ সংক্রান্ত সার্কুলারটি আমি দেখিনি। আমি অবশ্যই এটি দেখবো। তবে আমার অ্যাপ্রুভাল ছাড়া সার্কুলার দিতে পারে না। আমার মনে হয় এখানে কোনো ভুল বোঝাবুঝি আছে। এ ধরনের কোনো সার্কুলার আমি এখনও পাইনি।
বৈঠক শেষে অতিরিক্ত সচিব ড. শাহিদা বলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে গণপূর্ত অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ‘এক্সপানশান অব ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটাল’ প্রকল্পের ডব্লিউডি-০১ প্যাকেজের পূর্ত কাজ ওয়াহিদ কন্সট্রাকশন লিমিটেড বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ১২৪ কোটি ৩১ লাখ ২ হাজার ৮৩৯ টাকা।
বৈঠকে অনুমোদিত অন্যান্য প্রস্তাবগুলো হলো: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তর কর্তৃক ‘নরসিংদী জেলা কারাগার নির্মাণ’ প্রকল্পের লট নং-১(এ) এর পূর্ত কাজ বাস্তবায়নে মেসার্স নূরানী কন্সট্রাকশন লিমিটেডের ক্রয় প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৬৭ কোটি ৩০ লাখ ৮ হাজার ৭ টাকা।
এছাড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতায় ‘ঢাকাস্থ উত্তরা ১৮ নম্বর সেক্টরের স্বল্প ও মধ্যম আয়ের জনসাধারণের জন্য অ্যাপার্টমেন্ট নির্মাণ’ প্রকল্পের আওতাভুক্ত ‘বি ও সি’ ব্লকে ১৬-তলা বিশিষ্ট ১০৪টি ভবন ৫ হাজার ৯৭ কোটি ৯৭ লাখ ৭২ হাজার ৭৫৫ টাকায় নির্মাণ কার্যক্রম বাতিলের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২১
জিসিজি/আরআইএস