ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনায় কাভার্ডভ্যানের চাপায় পুলিশ কনস্টেবল নিহত 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২১
খুলনায় কাভার্ডভ্যানের চাপায় পুলিশ কনস্টেবল নিহত 

খুলনা: খুলনায় কাভার্ডভ্যানের চাপায় দীপক (২৮) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।  

শুক্রবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর খানজাহান আলী থানাধীন বাদামতলা এলাকায় খুলনা-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় বাদামতলা থেকে শিরোমনি এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সড়কে ছিটকে পড়েন পুলিশ কনস্টেবল দীপক। এসময় একটি কাভার্ডভ্যান দীপককে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় দীপককে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত দীপকের বাড়ি কুষ্টিয়ার কুমারখালীতে।  

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বলেন, দীপক শিরোমনি আরআরএফ এ পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছিলেন। এ ঘটনায় কাভার্ডভ্যান জব্দ করা হয়। তবে চালক পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ২২৫৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২১
এমআরএম/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।