ঢাকা, শুক্রবার, ৫ পৌষ ১৪৩১, ২০ ডিসেম্বর ২০২৪, ১৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, মে ১, ২০২১
নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ 

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরো ২ জন।

 

নিহতরা হলেন-উপজেলার দঁড়িকান্দি এলাকার খালেকের ছেলে কবির হোসেন, নাজিরপুর এলাকার ইয়ানুসের ছেলে আমির হোসেন ও ঠোটালিয়া এলাকার আল আমুন। আহতদের পরিচয় পাওয়া যায়নি।

শনিবার (১ মে) ভোরে এ দুর্ঘটনা ঘটে। পরে আহতাবস্থায় ৫ জনকে ঢাকা মেডিক্যালে নেওয়ার পথে তিনজন মারা যান।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, ৫ জন ব্যক্তি উপজেলার সনমান্দি ইউনিয়ন থেকে সবজি সংগ্রহ করে বিভিন্ন মার্কেটে বিক্রি করেন। শনিবারও একইভাবে সবজি নিয়ে তারা বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে দঁড়িকান্দি বাসস্ট্যান্ডে তাদের বহনকারী পিকআপের ওপর তারা বসেন। এ সময় ইউটার্ণ নেওয়ার সময় দ্রুতগামী একটি কাভার্ডভ্যান তাদের গাড়িটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপটি উল্টে যায় এবং ৫ জনই গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনজন মারা যান এবং বাকি ২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে, ঘাতক কাভার্ডভ্যান ও চালক পালিয়ে গেলেও তাদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, মে ১, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।