রাজশাহী: রাজশাহীর বাঘায় পুকুরের পানিতে ডুবে নয়ন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (১ মে) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার বাগশায়েস্তা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নয়ন জোতরাঘব উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র এবং ওই গ্রামের সাজদার রহমানের ছেলে।
নিহতের চাচা সাইদুর ইসলাম জানান, দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায় নয়ন। পরে প্রতিবেশী এক ছেলের মাধ্যমে খবর পেয়ে পুকুরে তল্লাশি চালিয়ে পানির নিচ থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন স্থানীয়রা।
উদ্ধার করে নয়নকে দ্রুত স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন জাহান নিপা তাকে মৃত ঘোষণা করেন।
রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে একজন উপ-পরিদর্শক (এসআই) পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, মে ০১, ২০২১
এসএস/এমজেএফ