ঢাকা, সোমবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় দুই ফার্মেসিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, মে ২, ২০২১
বগুড়ায় দুই ফার্মেসিকে জরিমানা

বগুড়া: মেয়াদোত্তীর্ণ, নকল ও অনুমোদনহীন ওষুধ রাখায় বগুড়ায় দুই প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২ মে) সকালে শহরের শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল এলাকায় নিউ সিটি ফার্মেসি এবং রাসেদা ফার্মেসিকে জরিমানা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার আশরাফুর রহমান ও পাপিয়া সুলতানা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শজিমেক হাসপাতালের সামনে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ফার্মেসিগুলোয় পরিদর্শন করেন আদালত। অভিযানে নিউ সিটি ফার্মেসি ও রাসেদা ফার্মেসি নামে দুটি প্রতিষ্ঠান তাদের নিবন্ধন ও ওষুধের অনুমোদন সংক্রান্ত কাগজপত্র দেখাতে পারেনি। এছাড়া দোকান দুটিতে অনুমোদনহীন দেশি-বিদেশি ওষুধ পাওয়া যায়। এসব অপরাধের কারণে ওষুধ আইন ১৯৪০ এর ধারা মোতাবেক নিউ সিটি ফার্মেসি ও রাসেদা ফার্মেসিকে ৮ হাজার টাকা করে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনার সময় জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম মোল্লাসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মে ০২, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।