ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

স্পিডবোট দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৭ ঘণ্টা, মে ৩, ২০২১
স্পিডবোট দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন

ঢাকা: মাদারীপুরের শিবচরে কাঁঠালবাড়ীতে স্পিডবোট দুর্ঘটনার তদন্তে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডিব্লিউটিএ) তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা করেছে।

সোমবার (৩ মে) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিআইডিব্লিউটিএয়ের যুগ্ম-পরিচালক (নৌ-নিরাপত্তা ও ট্রাফিক) মো. ইকবাল আলমকে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন বিআইডব্লিউটিএয়ের ড্রেজিং বিভাগের নির্বাহী প্রকৌশলী (পুর) আ স ম মাশরেকুল আরেফিন এবং মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া নদীবন্দরের সহকারী পরিচালক মো. ওবায়দুল করিম খান।

কমিটি দুর্ঘটনার কারণ উদ্ঘাটন, দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তি/কোম্পানি চিহ্নিত করাসহ দায়-দায়িত্ব নিরূপণ করবে। ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্ঘটনা না ঘটে সে বিষয়ে সুনির্দিষ্ট সুপারিশ পেশ এবং দুর্ঘটনা সংশ্লিষ্ট অন্যান্য বিষয় পর্যালোচনা করবে এই কমিটি।

কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে বিআইডব্লিউটিএয়ের চেয়ারম্যানের কাছে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৫৬ ঘণ্টা, মে ০৩, ২০২১
ডিএন/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।