ঢাকা: স্বাস্থ্যবিধি লংঘন করায় চার ঘণ্টা বন্ধ রাখার পর রাজধানীর পল্টনের চায়না টাউন মার্কেট খুলে দেওয়া হয়েছে। মার্কেট কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি পরিপালনের অঙ্গিকারনামা দেওয়ার পর মার্কেট পুনরায় খুলে দেওয়ার অনুমতি দেওয়া হয়।
মঙ্গলবার (৪ মে) বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
মো. হেলাল উদ্দিন বাংলানিউজকে বলেন, স্বাস্থ্যবিধি লংঘন করায় বেলা সাড়ে ১১টার দিকে চায়না টাউন মার্কেট বন্ধ করে দেওয়া হয়। করোনা পরিস্থিতির জন্য আমরা কঠিন সময় পার করছি। কেউ যদি শর্ত পূরণ করতে না পারে, তাহলে মার্কেট বন্ধ করে দেওয়া হবে। সবাইকে নিয়ে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা জরুরি।
‘চায়না মার্কেট কর্তৃপক্ষ দুপুরের দিকে তারা অঙ্গিকারনামা দিয়েছে। সেখানে তারা বলেছে, তারা সরকারের যথাযথ স্বাস্থ্যবিধি পরিপালন করবে। পরে বিকেলে তারা স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বিনামূল্যে মাস্ক বিতরণ, মার্কেটের প্রবেশ মুখে হাত ধোয়ার ব্যবস্থা ও হ্যান্ড স্যানিটাইজার স্প্রের ব্যবস্থা করলে মার্কেট খুলে দেওয়ার অনুমতি দেওয়া হয়। আরও কিছু স্বাস্থ্যবিধি পরিপালনের উদ্যোগ নেয়। একই সঙ্গে ভবিষ্যতে স্বাস্থ্যবিধি পালনে সচেষ্ট হওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মার্কেট কর্তৃপক্ষ। ’
হেলাল বলেন, স্বাস্থ্যবিধি দেখভালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে নগর কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন। পাশাপাশি দোকান মালিক সমিতিও নেমেছে অভিযানে। স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে মার্কেটগুলোতে পরিদর্শন অব্যাহত রাখা হবে।
তিনি বলেন, আমরা মার্কেট বন্ধ করতে চাই না। কারণ এতে ব্যবসায়ীদের রুটি-রুজির বিষয় জড়িত। তবে স্বাস্থ্যবিধিটাও নিশ্চিত করতে হবে। আমাদের একার পক্ষে দুই কোটি মানুষের এই শহরে সবার স্বাস্থ্যবিধি নিশ্চিত করা সম্ভব নয়। এজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা প্রয়োজন।
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, মে ০৪, ২০২১
জিসিজি/এএ