ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে সাংবাদিক ও পরিবহন শ্রমিকরা পেলেন প্রধানমন্ত্রীর অনুদান 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, মে ৪, ২০২১
নরসিংদীতে সাংবাদিক ও পরিবহন শ্রমিকরা পেলেন প্রধানমন্ত্রীর অনুদান 

নরসিংদী: প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নরসিংদী জেলার কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত জেলার সাংবাদিক ও কর্মহীন পরিবহন শ্রমিকদের মধ্যে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।  

মঙ্গলবার (৪ মে) দুপুরে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে জেলা প্রশাসকের অডিটোরিয়াম ও নরসিংদী আন্তঃজেলা পৌর বাস টার্মিনালে এ অনুদান বিতরণ করা হয়।

 

আর্থিক অনুদান বিতরণ করেন নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। এসময় কোভিড-১৯ এ জেলার ক্ষতিগ্রস্ত ৫৯ জন সাংবাদিক ও তিন শতাধিক পরিবহন শ্রমিকের মধ্যে আর্থিক অনুদান বিতরণ করেন জেলা প্রশাসক।

আর্থিক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক কমল কুমার ঘোষ, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, নরসিংদী জেলা ট্রাক-ট্যাংক লরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন মৃধা ও নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এএইচএম জাহাঙ্গীরসহ সমিতির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় জেলা প্রশাসনের সঙ্গে প্রথম থেকেই সম্মুখযোদ্ধা হিসেবে সাংবাদিকরা কাজ করে যাচ্ছেন। তারা করোনা মোকাবিলায় জেলা প্রশাসনের উদ্যোগগুলো জনগণের কাছে পৌঁছে দিয়েছে। যার কারণে সাধারণ মানুষের মধ্যে করোনা ভাইরাস নিয়ে সচেতনতা সৃষ্টি হয়েছে। এ কাজ করতে দিয়ে কয়েকজন সাংবাদিকও করোনায় আক্রান্ত হয়েছেন। আমরা তাদের হাতে প্রধানমন্ত্রীর উপহার তুলে দিয়েছি।

এছাড়া জেলা প্রশাসক পরিবহন শ্রমিকদের মধ্যে অনুদান বিতরণ কালে বলেন, সরকারের বেধে দেওয়া স্বাস্থ্যবিধি মেনে আগামী ৬ মে থেকে জেলার অভ্যন্তরে গণপরিবহন চালানো যাবে। কেউ যদি বিধিনিষেধ ভঙ্গ করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, মে ৪, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।