জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বটতলী এলাকায় সড়ক দুর্ঘটনায় বাবুল করিম (৪৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর এক আরোহী।
শনিবার (০৮ মে) ভোর রাতে জয়পুরহাট-হিলি সড়কের বটতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বাবুল করিম উপজেলার আয়মারসুপুল গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে।
পাঁচবিবি ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর রাতে বটতলী এলাকায় সড়কে দু’জন ব্যক্তি পড়ে আছে। এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবুল করিম নামে এক ব্যক্তির মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃত ব্যক্তি গাড়ির চালক ছিলেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, মে ০৮, ২০২১
আরএ