ময়মনসিংহ: ‘স্বামী চডের কম্পানিতে চাকরি করে। করোনার লাইগ্যা কম্পানি বন্ধ।
পাশে থাকা চর শিলাসী এলাকার ৭০ বছর বয়সী বৃদ্ধা রোকসানা বেগম প্রতিক্রিয়া জানালেন এভাবে—‘বড় বিপদের মইধ্যে দিন কাটতাছে রে বাবা। এই বিপদের সময়ে আমরারে সেমাই, চিনি, তেলসহ কত কিছু দিছে। আল্লাহ বসুন্ধরার ভালা করব। ’
আর কলেজ রোডের ৭২ বছর বয়সী চা বিক্রেতা নুরুল ইসলাম বললেন, ‘একদিগে করোনা আরেগ দিগে রোজার লাইগ্যা দোহান বন্ধ। বউ পুলাপান লইয়া কী কইরা যে দিন চলে আল্লাই জানে! বসুন্ধরা আমরারে যে জিনিস দিছে আর ঈদের চিন্তা নাই। ’
শুধু সোমা আক্তার, রোকসানা বেগম বা নুরুল ইসলামই নন, গফরগাঁওয়ের প্রতিবন্ধী, বিধবা, ভিক্ষুক, রিকশাচালক, দিনমজুর, গৃহকর্মী, হকারসহ কয়েক শ অসহায় ছিন্নমূল মানুষ বসুন্ধরা গ্রুপের দেওয়া ঈদ উপহার সামগ্রী পেয়েছেন। প্রতিটি ২৫ কেজির প্যাকেটে ছিল চাল, ডাল, সেমাই, চিনি, ছোলা ও লবণ। তাঁরা সবাই বসুন্ধরার এই মানবিক সহায়তা পেয়ে যেমন খুবই খুশি হয়েছেন, তেমনি বসুন্ধরা গ্রুপের মঙ্গল কামনায় আল্লাহর কাছে দোয়া করেছেন।
শুক্রবার (৭ মে) বিকেলে পৌর শহরের ইসলামিয়া সরকারি হাই স্কুল মাঠে কালের কণ্ঠ শুভসংঘ আয়োজিত এক অনুষ্ঠানে করোনার স্বাস্থ্যবিধি মেনে বসুন্ধরার ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এর আগে শুভসংঘের পক্ষ থেকে উপকারভোগীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।
উপজেলা শুভসংঘের সভাপতি আব্দুল হামিদ বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও শুভসংঘের প্রধান উপদেষ্টা ডা. কে এম এহসান, ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, আওয়ামী লীগ নেতা হাজি আব্দুল কুদ্দুস, উপজেলা যুবলীগ নেতা প্রভাষক আতিকুর রহমান, ব্যবসায়ী হাজি মাজহারুল এহসান মোরাদ, মো. জোবায়েদ হোসেন সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আওরঙ্গ হেলাল, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাজমুন আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মণ্ডল, শুভসংঘের সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম মোহাম্মদ ফারুকী, সাংগঠনিক সম্পাদক বুলবুল হোসেন, কোষাধ্যক্ষ শ্রী অনীল রায়, মহিলাবিষয়ক সম্পাদক ও পৌর কাউন্সিলর পারভীন আক্তার প্রমুখ।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামর্থ্যবান সবাইকেই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। সরকারও সামাজিক বিভিন্ন সুরক্ষা কর্মসূচির মাধ্যমে অসহায় মানুষকে সহায়তা করছেন। করোনার এই দুঃসময়ে বসুন্ধরা গ্রুপ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে অনন্য নজির স্থাপন করেছেন। অবশ্যই এটি মানবিক সেবা। ’
পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন বলেন, মহামারি করোনা তৃণমূল পর্যায়ে নানা শ্রেণি-পেশার মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে। অনেকে কর্মহীন হয়েছেন। আয়-রোজগার কমেছে। সরকারের পাশাপাশি বসুন্ধরা গ্রুপ মানবিক সেবায় এগিয়ে এসেছে, সে জন্য তাদের ধন্যবাদ জানাই।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও শুভসংঘের প্রধান উপদেষ্টা ডা. কে এম এহসান বলেন, বসুন্ধরা শিল্প গ্রুপ লাখ লাখ মানুষের কর্মসংস্থান করেছে, আবার মহামারি করোনায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। মহান আল্লাহ সবার মঙ্গল করুন।
উপজেলা শুভসংঘের সভাপতি আব্দুল হামিদ বাচ্চু বলেন, কালের কণ্ঠ শুভসংঘের স্লোগানই হলো ‘শুভ কাজে সবার পাশে’। দেশের অন্যতম সেরা বসুন্ধরা শিল্প গ্রুপ যেমন লাখো মানুষের কর্মসংস্থান তৈরি করে, তেমনি সব সময় কল্যাণমূলক কর্মকাণ্ডের উদ্যোক্তা। করোনার এই দুঃসময়ে তারা শত শত মানুষের মুখে হাসি ফুটিয়ে মহৎ দৃষ্টান্ত স্থাপন করছে।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, মে ০৮, ২০২১
কেএআর