ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মার্কেটে মাস্ক না পরায় ৩১ হাজার ৫০০ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, মে ৮, ২০২১
মার্কেটে মাস্ক না পরায় ৩১ হাজার ৫০০ টাকা জরিমানা মার্কেটে মাস্ক না পরায় ৩১ হাজার ৫০০ টাকা জরিমানা

ঢাকা: স্বাস্থ্যবিধি মানাতে ও সবার মাস্ক পরা নিশ্চিতে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এরই ধারাবাহিকতায় রাজধানীর নিউমার্কেট, গাউছিয়া মার্কেট ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে মাস্ক না পরার দায়ে বিভিন্ন জনকে ৩১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (০৮ মে) দুপুরে ডিএমপি পরিচালিত পৃথক দু’টি ভ্রাম্যমাণ আদালতে তাদের জরিমানা করা হয়।

নিউমার্কেটে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেওয়া ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ রফিকুল হক জানান, ঈদ কেনাকাটায় মার্কেটে জনসমাগমের মধ্যে স্বাস্থ্যবিধি মানাতে ভ্রাম্যমাণ আদালত পরিরিচালনা করা হয়। এ সময় মাস্ক ব্যবহার না করার অপরাধে ১৪ জন ক্রেতা-বিক্রেতাকে বিভিন্ন অংকে সর্বমোট ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

অপর অভিযানের নেতৃত্ব দেওয়া ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. সঞ্জীব দাশ জানান, স্বাস্থ্যবিধি মানাতে নূর ম্যানসন, গাউছিয়া মার্কেট ও এলিফ্যান্ট রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মাস্ক ব্যবহার না করার অপরাধে মোট ১৭ জন ক্রেতা-বিক্রেতাকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

করোনার সংক্রমন রোধে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানাতে ডিএমপির এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, মে ০৮, ২০২১
পিএম/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।