ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কামারখন্দে প্রাইভেটকারচাপায় মোটরসাইকেল আরোহী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, মে ৯, ২০২১
কামারখন্দে প্রাইভেটকারচাপায় মোটরসাইকেল আরোহী নিহত  সড়ক দুর্ঘটনা। ফাইল ফটো

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে প্রাইভেটকারের চাপায় সাদিকুল হক (২৯) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রাইভেটকারের তিন যাত্রী।

 

রোববার (৯ মে) ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে কামারখন্দ উপজেলার ঝাঐল ওভার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  সাদিকুল হক শরীয়তপুর জেলার গোসাইর হাট উপজেলার চর ভুঈয়া গ্রামের নিয়ামুল হকের ছেলে। তিনি একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন।  

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন চৌধুরী জানান, ঢাকা থেকে মোটরসাইকেলে করে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন সাদিকুল। তিনি ঝাঐল ওভার ব্রিজ পার হচ্ছিলেন। এ সময় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার অপর একটি পরিবহনকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী সাদিকুলসহ প্রাইভেটকারের তিন যাত্রী গুরুতর আহত হন।  

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাদিকুল। প্রাইভেটকারের আহত তিন যাত্রী হাসপাতালে ভর্তি রয়েছেন।  

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, মে ০৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।