ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

অসহায়দের ঘরে ঈদ উপহার পৌঁছে দিল বসুন্ধরা গ্রুপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, মে ৯, ২০২১
অসহায়দের ঘরে ঈদ উপহার পৌঁছে দিল বসুন্ধরা গ্রুপ অসহায়দের মধ্যে ঈদ উপহার পৌঁছে দিল বসুন্ধরা গ্রুপ

ময়মনসিংহ: ‘যারা আমাকে ঈদে খাওয়ার জন্য সেমাই, চিনি, চাল-ডাল, তেলসহ অন্যান্য সামগ্রী দিয়েছেন আল্লাহ আপনাদের অনেক দিন বাঁচিয়ে রাখুক। এই করোনায় আমাদের খবর কেউ রাখেনি।

আপনাদের উপহার পেয়ে সন্তানদের সঙ্গে নিয়ে একবেলা ভালো খেতে পারবো। ’ 

কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে রোববার (৯ ম) দুপুরে বসুন্ধরা গ্রুপের ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসে বৃদ্ধা জুলেখা খাতুন এ কথা বলেন।

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে বসুন্ধরা গ্রুপের সৌজন্যে অসহায়, দিনমজুরদের মধ্যে ঈদ উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ত্রিশাল উপজেলা পরিষদ চত্বরে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার।

কালের কণ্ঠ ত্রিশাল প্রতিনিধি মোস্তাফিজুর রহমান নোমানের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান, ভূমি কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামান, ত্রিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি খোরশিদুল মজিব, ময়মনসিংহ সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি রেজাউল করিম বাদল, ত্রিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এম জোবায়ের, ত্রিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান সেলিম, শুভসংঘের সভাপতি ফাতেহুল আলম শিশির, সাধারণ সম্পাদক অধ্যাপক মাহফুজুর রহমান পলাশ প্রমুখ।

অসহায়দের মধ্যে ঈদ উপহার পৌঁছে দিল বসুন্ধরা গ্রুপ

এ সময় বক্তারা বলেন, বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি মানুষের কর্মসংস্থানের পাশাপাশি আর্তমানবতার সেবায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে দেশের বিভিন্ন দুর্যোগকালীন সময়ে অসহায় দরিদ্রদের জন্য নিজেদের হাত বাড়িয়ে সহায়তা করে থাকে। বসুন্ধরা গ্রুপ শুধু একটি ব্যবসাপ্রতিষ্ঠান নয়, এটি বর্তমানে বাংলাদেশের মানুষের কাছে একটি ভরসার স্থল। যারা সব সময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে থাকে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মে ০৯, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।