ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় বজ্রপাতে কৃষক নিহত, জেলে নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, মে ৯, ২০২১
বগুড়ায় বজ্রপাতে কৃষক নিহত, জেলে নিখোঁজ

বগুড়া: বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বজ্রপাতে বেলাল প্রামানিক (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় বিপদ হাওলাদার (৩৫) নামে এক জেলে নিখোঁজ রয়েছে।

রোববার (৯ মে) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার চন্দনবাইশা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বেলাল প্রামানিক ঘুঘুমারী গ্রামের হামিদুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরের পর চন্দনবাইশার ঘুঘুমারী বাঁধ এলাকার মাঠে ধান কাটামাড়াই করছিলেন কৃষকরা। এমন সময় বজ্রপাতে বেলাল মারা যান। এ ঘটনায় কয়েকজন আহত হন। পরে তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

অন্যদিকে, আরেকটি বজ্রপাতের ঘটনায় চন্দনবাইশা এলাকার যমুনা নদীতে। এ সময় নিখোঁজ বিপদ হাওলাদার অন্য জেলেদের সঙ্গে নৌকায় মাছ ধরছিলেন। বজ্রপাতে ঘটনাস্থলেই বিপদ হাওলাদার নদীতে পড়ে নিখোঁজ হয়।

সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা ফাঁড়ির ইনচার্জ দুরুল হুদা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মে ০৯, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।