নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর-দিনাজপুর সড়কের রাণীরবন্দরে ট্রাকের সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে বাদল ইসলাম (৩৬) নামে একজন নিহত হয়েছেন।
সোমবার (১০ মে) সকালে ওই সড়কের ইছামতি ডিগ্রি কলেজ গেটের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কলেজ মোড় এলাকায় গাছের গুঁড়ি বহনকারী একটি ট্রাক্টরের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের সংঘর্ষ হলে ঘটনাস্থলে ওই চালকের মৃত্যু হয়।
এ বিষয়ে দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেরামত আলী বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, মে ১০, ২০২১
এসআরএস