ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জীবননগরে ট্রাকচাপায় হেলপার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, মে ১১, ২০২১
জীবননগরে ট্রাকচাপায় হেলপার নিহত

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আলামিন নামে এক হেলপার নিহত হয়েছে। সোমবার (১০ মে) দিবাগত রাত ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

আলামিন (১৮) উপজেলার মনোহরপুর গ্রামের আবাসন এলাকার মুছের আলীর ছেলে।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাতে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দাঁড় করা ট্রাকের পেছনে দাঁড়িয়ে ছিলেন হেলপার আলামিন। এসময় চালক ট্রাকটি ব্যাক গিয়ারে (ইউটার্ন) পেছনে থাকা হেলপার আলামিন চাপা পড়ে। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি।  
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, চালকের অসাবধানতায় হেলপার আলামিনের মৃত্যু হয়েছে। তার মরদেহ জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৮০২ ঘণ্টা, মে ১১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।