ঢাকা, সোমবার, ৫ কার্তিক ১৪৩১, ২১ অক্টোবর ২০২৪, ১৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

টাঙ্গাই‌লে মহাসড়‌কে চলন্ত প্রাইভেটকা‌রে হঠাৎ আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, মে ১২, ২০২১
টাঙ্গাই‌লে মহাসড়‌কে চলন্ত প্রাইভেটকা‌রে হঠাৎ আগুন পুড়ে যাচ্ছে একটি প্রাইভেটকার । ছবি: বাংলানিউজ

টাঙ্গাইল: টাঙ্গাইলে এক‌টি চলন্ত প্রাইভেটকা‌রে আগুন লাগার ঘটনা ঘ‌টে‌ছে। ত‌বে এ ঘটনায় কেউ হতাহত হয়‌নি।

 

মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত সা‌ড়ে ১২টার সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কের নগর জলপাই এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ‌টে। বিষয়টি টাঙ্গাইল ফায়ার সা‌র্ভিস স্টেশনের কর্মকর্তা মো. আশিকুর রহমান নিশ্চিত করেছেন।

টাঙ্গাইল ফায়ার সা‌র্ভিস সূ‌ত্রে জানা গে‌ছে, উত্তরবঙ্গ থে‌কে ঢাকাগামী ব‌রিশালের জ‌সিম মিয়া না‌মে এক ব‌্যক্তির প্রাইভেটকারে (ঢাকা মেট্রো গ ১৭-০১৯৭) হঠাৎ আগুন লে‌গে যায়। প‌রে খবর পে‌য়ে টাঙ্গাইল ফায়ার সা‌র্ভিস ও ডি‌ফেন্সের স্টেশন কর্মকর্তা মো. আশিকুর রহমানের নেতৃ‌ত্বে ফায়ার সা‌র্ভিসের দুটি ইউ‌নিট ঘটনাস্থ‌লে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এসময় গা‌ড়িতে চালক ছাড়া আর কেউ ছিল না। এ ঘটনায় চালক গা‌ড়ি থে‌কে নে‌মে গে‌লে প্রা‌ণে রক্ষা পান। ত‌বে গা‌ড়ি‌টি সম্পূর্ণ পু‌ড়ে গে‌ছে।

টাঙ্গাইল ফায়ার সা‌র্ভিস স্টেশনের কর্মকর্তা মো. আশিকুর রহমান জানান, খবর পে‌য়েই ফায়ার সা‌র্ভিসের দু‌টি ইউনিট দ্রুত ঘটনাস্থ‌লে গি‌য়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় গা‌ড়িটি সম্পূর্ণ পু‌ড়ে যায়। গা‌ড়িতে চালক একাই ছিলেন। গা‌ড়ি‌টি ঢাকা থে‌কে ঠাকুরগাঁও গি‌য়ে যাত্রী না‌মিয়ে আবার ঢাকার দি‌কে যা‌চ্ছিল। ধারণা করা হ‌চ্ছে অতি‌রিক্ত গা‌ড়ি চালা‌নোর কার‌ণে ইঞ্জিন ওভার হি‌টের কার‌ণে আগুন লে‌গে‌ছে। গা‌ড়ি‌টি ব‌রিশা‌লের জ‌সিম মিয়া না‌মের এক ব‌্যক্তির ব‌লে জানা গে‌ছে।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, মে ১২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।