ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ফিলিস্তিনি রাষ্ট্রদূতকে প্রধানমন্ত্রীর চিঠি হস্তান্তর

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০২ ঘণ্টা, মে ১২, ২০২১
ফিলিস্তিনি রাষ্ট্রদূতকে প্রধানমন্ত্রীর চিঠি হস্তান্তর ফিলিস্তিনের পতাকা

ঢাকা: আল আকসা মসজিদ এলাকায় ইসরায়েলির হামলার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বেগের চিঠি ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানকে হস্তান্তর করা হয়েছে। চিঠিটি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন তাকে হস্তান্তর করেছেন।

 
বুধবার ( ১২মে) পররাষ্ট্র মন্ত্রণলয় থেকে এতথ্য জানানো হয়।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে দেওয়া চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসরায়েলির হামলায় নিন্দা জানান। তিনি ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।

চিঠি পাওয়ার পর ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি শেখ হাসিনার প্রশংসাও করেন।

সম্প্রতি আল আকসা মসজিদ এলাকায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনী নৃশংসভাবে হামলা চালায়।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, মে ১২, ২০২১
টি আর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।