ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মেঘনায় ৩ দিন পর মিলল রফিকুলের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, মে ১৩, ২০২১
মেঘনায় ৩ দিন পর মিলল রফিকুলের মরদেহ ...

চাঁদপুর: চাঁদপুরে মেঘনা নদীর মোহনায় নিখোঁজ হওয়ার তিন দিন পর রফিকুল ইসলাম নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।  

বৃহস্পতিবার (১৩ মে) সকালে সদর উপজেলার হরিণাঘাট এলাকায় নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে কোস্ট গার্ডের ডুবুরি দল।

দুপুরে পরিবারের সদস্যদের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (১১ মে) বিকেলে চাঁদপুর শহরের তিন নদীর মোহনায় আল্লাহর রহমত নামে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় স্টিল বডি কার্গোর এই আরোহী নদীতে ছিটকে পড়ে নিখোঁজ হন।

কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লে. মোহাম্মদ আসাদুজ্জামান বাংলানিউজকে বলেন, দুর্ঘটনার পর থেকেই কোস্টগার্ডের ডুবুরি দল নদীতে অভিযান শুরু করে। তিন দিনের মাথায় বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলের ৬ কিলোমিটার দূরে হরিণাঘাট এলাকায় ওই ব্যক্তির মরদেহের সন্ধান মেলে।

এদিকে দুপুরে কোস্টগার্ডের সদস্যরা রফিকুল ইসলামের মরদেহটি নৌ-পুলিশের কাছে হস্তান্তর করে।  

নৌ-পুলিশ চাঁদপুর থানার ওসি মুজাহিদুল ইসলাম জানান, রফিকুল ইসলামের মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কুলকড়ি গ্রামের বাসিন্দা ছিলেন প্রবাসী রফিকুল ইসলাম। গত মঙ্গলবার বিকেলে চাঁদপুর শহরের পুরানবাজার থেকে স্টিল বডি কার্গোতে করে বাড়ি যাওয়ার পথে বালুবাহী বাল্কহেডের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নদীতে পড়ে নিখোঁজ হন তিনি।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, মে ১৩, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।