ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ডিএনসিসিতে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে ঈদের জামাত

স্টাফ করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, মে ১৩, ২০২১
ডিএনসিসিতে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে ঈদের জামাত

ঢাকা: গত বছরের মতো এবারও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার ঈদগাহগুলোতে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে না। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে মসজিদগুলোতে ঈদের নামাজের জামাতে অংশ নিতে হবে।

বৃহস্পতিবার (১৩ মে) উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করা হয়।  

ডিএনসিসির প্রধান সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুন উল হাসান বাংলানিউজকে বলেন, এবারও উত্তর সিটি করপোরেশন আওতাধীন এলাকার কোনো মাঠে বা ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না। ধর্মপ্রাণ মুসল্লিদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে মসজিদেই ঈদের নামাজ আদায় করতে হবে।

সাধারণত করোনার আগের বছরগুলোতে ডিএনসিসির প্রতিটি এলাকার বিভিন্ন মাঠ ও ঈদগাহ মিলে গড়ে পাঁচটি করে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হতো। তবে করোনা মহামারির কারণে ২০২০ সাল থেকে এমন ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মে ১৩, ২০২১
এসএইচএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।