ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

পাটুরিয়ায় গাড়ির অপেক্ষায় ফেরি  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, মে ১৩, ২০২১
পাটুরিয়ায় গাড়ির অপেক্ষায় ফেরি
 

মানিকগঞ্জ: ঈদের বাকি আর মাত্র একদিন। গত দু’দিন আগে পাটুরিয়া ঘাট যে জনসমুদ্রে পরিণত হয়েছিল, সে তুলনায় এখন যাত্রী ও যানবাহনের কোনো চাপই নেই।

বরং যাত্রী ও গাড়ির অপেক্ষায় থাকছে ফেরি।  

দুই-একজন করে দক্ষিণ পশ্চিম অঞ্চলের ঘরমুখো মানুষ পদ্মা নদী পার হয়ে প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে যাচ্ছেন।
 
বৃহস্পতিবার (১৩ মে) দুপুর পৌনে ৩টার দিকে পাটুরিয়া ফেরি ঘাটের চারটি পন্টুনে ফেরি নোঙর করে আছে যাত্রী ও যানবাহন পারাপারের জন্য এমন তথ্য নিশ্চিত করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা ঘাট শাখার ডিজিএম জিল্লুর রহমান বাংলানিউজকে বলেন, সকালের দিকে ব্যক্তিগত গাড়ির কিছুটা চাপ ছিল, তবে এখন কোনো গাড়ি ও যাত্রীর চাপ না থাকায় সাধারণ পণ্য বোঝাই ট্রাক পার করা হচ্ছে। পণ্য বোঝাই ট্রাক পার করাও শেষের দিকে। অধিকাংশ ফেরি এখন তীরে নোঙর করে আছে যানবাহন ও যাত্রী পারাপারের অপেক্ষায়। বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট বড় মিলিয়ে ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপারের কাজে নিয়োজিত আছে বলেও জনান তিনি।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, মে ১৩, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।