ঢাকা: রাজধানীর নিউ মার্কেট থেকে শুরু করে এ এলাকার ফুটপাতে এখন পুরোদমে চলছে ঈদের শেষ মুহূর্তের কেনাকাটা। অধিকাংশ মানুষ ২৯ রমজানের আগেই নিজেদের কেনাকাটা শেষ করলেও ৩০ রমজানেও ঈদের কেনাকাটার ধুম বোঝা যায়।
বৃহস্পতিবার (১৩ মে) রাজধানীর নিউ মার্কেট ঘুরে এমন চিত্রই দেখা গেছে। এদিন পরিবার-পরিজন নিয়ে অনেকেই পোশাক কেনার পাশাপাশি নিয়েছেন সাজসজ্জার জিনিসগুলো।
নিউমার্কেটে ঈদের কেনাকাটা করতে আসা বেশ কয়েকজন তরুণ-তরুণী বাংলানিউজকে জানান, করোনা পরিস্থিতির কারণে এবার ঈদ অনেকটাই ফ্যাকাশে। তবুও এর মধ্য দিয়েই একটু আনন্দের খোঁজ করা। তাই আগে কিছু কেনাকাটা করা হলেও আজও মার্কেটে ঢু দিতে।
শিক্ষার্থী আরিফা রহমান বলেন, শেষ মুহূর্তে বিক্রেতারা বেশি দাম নিচ্ছেন। তবে ঈদ উৎসব যেন আরও আনন্দময় করে তোলা যায়, তাই নিজের সহ-পরিবারের জন্য কিছু শেষ মুহূর্তের কেনাকাটায় করা হচ্ছে এখন।
শাড়ি কিনতে আসা মাহবুবা আক্তার জানান, বাচ্চাদের পোশাক অনেক আগেই কেনা হয়ে গেছে। শেষ মুহূর্তে এসে নিজের জন্য শাড়ি ও স্বামীর জন্য পাঞ্জাবি কিনতে এসেছেন।
বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে নগরীর নিউ মার্কেট ঘুরে দেখা যায়, ঈদের আগের দিন দোকানগুলোতে ক্রেতাদের ভিড় রয়েছে অন্যান্য দিনের মতোই।
ব্যবসায়ী ফারুক আহমেদ বলেন, বিগত বছরগুলোতে তো দোকান বন্ধই ছিল। সে তুলনায় এ বছর ঈদে বেচাকেনা কিছুটা হয়েছে। তবে এ বছর ঈদের প্রথমদিকে ভালো বিক্রি হয়নি। শেষ দিকে বেচা-কেনা ভালো হচ্ছে।
এদিকে পোশাকের দোকান ছাড়াও টুপি, আতর, জায়নামাজ, জুতা, কসমেটিক, জুয়েলারিসহ মসলার দোকানগুলোতেও শেষ মুহূর্তের বেচাকেনা জমে উঠতে দেখা গেছে।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, মে ১৩, ২০২১
এইচএমএস/ওএইচ/