ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে চাঁদরাতে বৃদ্ধকে গলা কেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, মে ১৪, ২০২১
বাগেরহাটে চাঁদরাতে বৃদ্ধকে গলা কেটে হত্যা

বাগেরহাট: বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় চাঁদরাতে মো. ইউসুফ শেখ (৭৫) নামে এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

শুক্রবার (১৪ মে) ফজরের আজানের আগ মুহূর্তে মোল্লাহাট উপজেলার হাড়িদাহ গ্রামে নিজ বাড়িতে হত্যার শিকার হন তিনি।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।  

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির বলেন, হত্যার খবর শুনে আমরা নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। নিহতের গলা ও শরীরের একাধিক স্থানে কোপের চিহ্ন রয়েছে। কে বা কারা কেন তাকে হত্যা করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।  

নিহতের স্বজনদের বরাদ দিয়ে ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে একই এলাকার প্রতিপক্ষরা তাকে হত্যা করেছেন।  
 
বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা,  মে ১৪, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।