ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাবার পর ছেলের প্রাণ গেল বাঘের থাবায়!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, মে ১৫, ২০২১
বাবার পর ছেলের প্রাণ গেল বাঘের থাবায়!

সাতক্ষীরা: সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে বাঘের আক্রমণে রেজাউল ইসলাম নামে এক মৌয়াল নিহত হয়েছেন।  

শুক্রবার (১৪ মে) বিকেলে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের দক্ষিণ তালপট্টি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত রেজাউল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের মধ্য খলসেবুনিয়ার মৃত ইসলাম সরদারের ছেলে।

বনবিভাগ জানায়, রেজাউলসহ কয়েকজন মৌয়াল গত সপ্তাহে বুড়িগোয়ালিনী স্টেশন থেকে মধু আহরণের উদ্দেশে সুন্দরবনে যায়। শুক্রবার বিকেলে নোটাবেকি এলাকায় বাঘের আক্রমণে নিহত হয় রেজাউল।

বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, তার মরদেহ উদ্ধার করে লোকালয়ে আনা হচ্ছে।

এদিকে, মাত্র সাত বছরের ব্যবধানে বাঘের আক্রমণে একইভাবে বাবা-ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, ২০১৪ সালে রেজাউলের বাবা ইসলাম সরদারও একই এলাকায় বাঘের আক্রমণে নিহত হন।  

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, মে ১৫, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad