ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রায়পুরায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৮ ঘণ্টা, মে ১৬, ২০২১
রায়পুরায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ প্রতীকী ছবি

নরসিংদী: নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় টেঁটাবিদ্ধ হয়ে মো. ফায়েজ উদ্দিন (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  

শনিবার (১৫ মে) দুপুরে টেঁটাবিদ্ধ অবস্থায় রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।


 
শনিবার সকালে সংঘর্ষের এ ঘটনায় আহত হয়েছেন দুই পক্ষের আরও অন্তত ১০ জন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে অগ্নিসংযোগ, হামলা-ভাঙচুর ও মালামাল লুটপাটের ঘটনা ঘটে।
 
নিহত ফায়েজ উদ্দিন পেশায় নৌকার মাঝি ছিলেন। তিনি রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের মাঝেরচর গ্রামের জরুন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রায়পুরার চাঁনপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোসলেম মিয়া এবং ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি হযরত আলীর সর্মথকদের মধ্যে বিরোধ চলছে। ঈদের পর এসব বিরোধ নিরসনে দুই পক্ষের লোকজনের একসঙ্গে বসার কথা ছিল। এরইমধ্যে শনিবার সকালে দুই পক্ষের সমর্থকদের এসব বিষয়ে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এ নিয়ে দুপুরে টেঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংর্ঘষে জড়িয়ে পড়েন দুই পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক। এ সময় টেঁটাবিদ্ধ হন হযরত আলীর সর্মথক ফায়েজ উদ্দিন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংর্ঘষের সময় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ নরসিংদী শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
 
রায়পুরার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাঈদ মো. ফারুক জানান, দুপুরের দিকে ফায়েজ উদ্দিন নামের টেঁটাবিদ্ধ এক ব্যক্তিকে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়। এই ঘটনায় চিকিৎসা নিতে আসা আহত ব্যক্তিদের মধ্যে ২ জনকে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আসামি গ্রেফতারের পাশাপাশি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।

বাংলাদেশ সময়: ০০০৩ ঘণ্টা, মে ১৬, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।