ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার (৫৫) ও কালীগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী (৪৫) গুরুতর আহত হয়েছেন।
রোববার (১৬ মে) সকালে কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত আনোয়ারুল আজীম আনার ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং কালীগঞ্জ উপজেলার যুবলীগের সহ-সভাপতি দায়িত্ব পালন করে আসছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, মে ১৬, ২০২১
আরএ