ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

সিনিয়র করেসপডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, মে ১৬, ২০২১
খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

খুলনা: খুলনার ফুলতলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আবু তাহের নামে এক ইজিবাইকের চালক একজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ চারজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৬ মে) দুপুরে উপজেলার বেজেরডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আবু তাহের রূপসা উপজেলার খাজাডাঙ্গা গ্রামের বাসিন্দা।

আহত চারজন হলেন- শিশু আয়েশা ও ইকবাল হোসেন, তার স্ত্রী সাবিনা এবং রবিউল ইসলাম।

পুলিশ জানায়, দুপুরে একটি ইজিবাইক যাত্রী নিয়ে ফুলতলা থেকে নওয়াপাড়ার দিকে যাওয়ার পথে খুলনা-যশোর মহাসড়কের বেজেরডাঙ্গা এলাকায় পৌঁছালে খুলনাগামী একটি প্রাইভেটকারের সঙ্গে ইজিবাইককের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক চালক আবু তাহের গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত চারজনের মধ্যে শিশু আয়েশাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং আহত ইকবাল, তার স্ত্রী সাবিনা ও রবিউলকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার ও ইজিবাইক জব্দ করছে পুলিশ।

খুলনার ফুলতলা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, মে ১৬, ২০২১
এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।