ঢাকা, শুক্রবার, ১২ আশ্বিন ১৪৩১, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফিলিস্তিনিদের ওপর হামলায় গণতন্ত্রী পার্টির নিন্দা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, মে ১৬, ২০২১
ফিলিস্তিনিদের ওপর হামলায় গণতন্ত্রী পার্টির নিন্দা

ঢাকা: ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর ইসরায়েলি বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণতন্ত্রী পার্টি।

রোববার (১৬ মে) কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার আরশ আলী ও সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন এবং ঢাকা মহানগর কমিটির সভাপতি অ্যাডভোকেট এমএ গণি এবং সাধারণ সম্পাদক মিনহাজ সেলিম এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় ফিলিস্তিনে ইসরায়েলি হামলা বন্ধে ও স্থায়ী সমাধানকল্পে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান। একইসঙ্গে জাতিসংষে নিন্দা প্রস্তাব গ্রহণ এবং ইসরায়েলকে নিরস্ত্রীকরণে অতি দ্রুত কার্যক্রম পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বাংলাদেশে সময়: ১৭২২ ঘণ্টা, মে ১৬, ২০২১
আরকেআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।