ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কালিয়াকৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় চালকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, মে ১৭, ২০২১
কালিয়াকৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় চালকের মৃত্যু

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর আলম (৪০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

জাহাঙ্গীর আলম সিরাজগঞ্জ সদর থানা এলাকার আলিম উদ্দিনের ছেলে।

সোমবার (১৭ মে) দুপুর ১টার দিকে উপজেলার শ্রীফলতলী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জুবায়ের হোসেন জানান, সকালে মোটরসাইকেল নিয়ে গ্রামের বাড়ি সিরাজগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন জাহাঙ্গীর আলম। একপর্যায়ে দুপুরে তিনি কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী এলাকায় এসে পৌঁছান।  এসময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি গাড়ি তাকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন জাহাঙ্গীর আলম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, মে ১৭, ২০২১
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।