ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রায়পুরায় দুদলের সংর্ঘষে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, মে ১৮, ২০২১
রায়পুরায় দুদলের সংর্ঘষে যুবকের মৃত্যু প্রতীকী ছবি

নরসিংদী: নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে দুদলের মধ্যে সংঘর্ষে জহির মিয়া নামে (২৮) এক যুবকের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (১৮ মে) ভোরে উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

এর আগে সোমবার সন্ধ্যায় একই ঘটনায় ইয়াছিন মিয়া নামে (১৩) এক কিশোরেরে মৃত্যু হয়। নিহত জহির মিয়া কাচারিকান্দি গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার চরাঞ্চল পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দী গ্রামের শাহ আলম মেম্বার ও ফজলু মেম্বারের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এরই জেরে সোমবার সন্ধ্যায় উভয় দলের কয়েক শতাধিক লোকজন দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্ট ধাওয়াসহ গুলিবর্ষণের ঘটনাও ঘটে। এতে প্রতিপক্ষের ছোড়া গুলি ফজলু মেম্বারের দলের কিশোর ইয়াছিনের বুকে গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হয় কমপক্ষে আরো ২০ জন। এরপর সারা রাত থেমে থেমে চলে দুপক্ষের মধ্যে সংর্ঘষ। পরে মঙ্গলবার ভোরে টেঁটার আঘাতে জহির মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়।

জহির উদ্দিন নাসিম নামে স্থানীয় এক এলাকাবাসী বলেন, দীর্ঘদিনের বিবাদ চলছিল গ্রামে। গতকাল থেকেই শুরু হয় মারামারি। সন্ধ্যায় গুলি লেগে এক কিশোর মারা যায় এবং আজ মঙ্গলবার সকালে জহির মিয়া নামে আরও একজন মারা যায় টেঁটার আঘাতে।

নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ রাসেল শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে আরও একজন মারা গেছে। এলাকায় পুলিশ মোতায়েন করা আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, মে ১৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।