ঢাকা: রাজধানীতে নারী যাত্রীকে হয়রানি করা উবার চালকের অ্যাকাউন্টে প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছে বহুজাতিক রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম উবার। পরবর্তী তদন্ত না হওয়া পর্যন্ত রাশেদুল ইসলাম নামে ওই উবার চালক তার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন না বলে উবারের পক্ষ থেকে বাংলানিউজকে জানানো হয়েছে।
সোমবার (১৭ মে) ‘উবারে আবারও হয়রানির শিকার নারী যাত্রী’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে বাংলানিউজ। গেল ১২ মে রাজধানীর ধানমন্ডি থেকে মিরপুর আসার পথে উবার চালকের কাছে এক নারী যাত্রীর হয়রানির শিকার হওয়ার সংবাদ প্রকাশ পায় সেখানে। ওই ঘটনা নিয়ে উবারের মন্তব্য জানতে চাইলে তার প্রতি উত্তরে উবার এমন তথ্য জানান।
একইদিন ফেসবুকভিত্তিক কমিউনিটি গ্রুপ ‘ড্যু সামথিং এক্সেপশনাল’-এ ওই ভুক্তভোগী নারী উবারে হয়রানি হওয়ার ঘটনা বর্ণনা করেন। সেখানে তিনি রাজধানীর মিরপুর মডেল থানায় ওই চালকের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করার তথ্যও দেন।
জিডির বরাতে উবারে যাত্রী হয়রানির বিষয়ে উবার কর্তৃপক্ষের মন্তব্য চাইতে বাংলানিউজের পক্ষ থেকে যোগাযোগ করা হয়। একইদিন রাতে বাংলাদেশে উবারের জনসংযোগ এজেন্সি ই-মেইলের মাধ্যমে উবারের পক্ষে একটি লিখিত বক্তব্য পাঠায়। সেখানে কোনো কর্মকর্তার নাম উল্লেখ না থাকলেও উবার মুখপাত্রের বরাতে লেখা হয়, ‘‘যা (ঘটনা) বর্ণনা করা হয়েছে সেটি খুবই হতাশাজনক এবং এমন কিছু যার মধ্যে দিয়ে কখনোই কেউ যেতে চাইবে না। কোনো চালকের দুর্ব্যবহারের জন্য আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে এবং তাৎক্ষণিকভাবে পরবর্তী তদন্ত হওয়া সাপেক্ষে উবার অ্যাপে প্রবেশে ওই চালকের প্রবেশাধিকার বাতিল করা হয়েছে। আমরা আইনপ্রয়োগকারী সংস্থাকে তদন্তে সহযোগিতার জন্য প্রস্তুত আছি”।
সোমবার ড্যু সামথিং এক্সেপশনাল (ডিএসই) গ্রুপে ওই ভুক্তভোগী নারীর পোস্ট শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গে এটি ভাইরাল হয়ে যায়। গ্রুপের একজন অ্যাডমিন জেবিন ইসলাম বাংলানিউজকে বলেন, পোস্টটি পাওয়ার পর আমরা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাই। তার আন্তরিকতায় পুলিশ দ্রুত বিষয়টি আমলে নিয়ে তদন্তে নামে। অনেক নারীই তাদের সঙ্গে ঘটে যাওয়া এমন অভিজ্ঞতা গোপন রাখেন। আমরা ডিএসই অ্যাডমিন প্যানেলের পক্ষ থেকে তাকে সাধুবাদ জানাই যে, তিনি চুপ করে থাকেননি। এমনকি তিনি তার আসল আইডি দিয়ে পোস্ট করেছেন এবং নিজের পরিচয় জানাতেও দ্বিধা করেননি।
এদিকে উবার কর্তৃপক্ষ থেকে ভুক্তভোগী ওই নারীর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বাংলানিউজকে বলেন, উবার থেকে পরিচয় দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তারা বলেছে যে, তারা নিজেদের মতো একটা তদন্ত করবে। আমি পোস্টটি করেছিলাম যেন এমন ঘটনার শিকার কেউ হলে তারা যেন সামনে এসে বলেন, সবার মধ্যে যেন সচেতনতা তৈরি হয়। কেউ যেন অন্যায়ে চুপ করে না থাকেন। আমার পোস্ট অনুমোদন করার জন্য ডিএসই এবং সংবাদ প্রকাশ করার জন্য বাংলানিউজকে ধন্যবাদ জানাই। মূলত এমন পদক্ষেপের পরেই উবার কর্তৃপক্ষও বিষয়টি আমলে নিয়েছে। তবে একজন ভুক্তভোগী যাত্রী হিসেবে আমার দাবি, এটা যেন শুধু কোনো ফরমালিটির তদন্ত না হয় বরং তারা যেন কার্যকর কোনো পদক্ষেপ নেয়। কারণ এমনটা না হলে আবার অন্য কোনো যাত্রীও এমন হেনস্তা হবেন।
বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, মে ১৮, ২০২১
এসএইচএস/আরবি