ঢাকা: দুই দিনের তাপপ্রবাহের পর মুষলধারে বৃষ্টি দেখলো রাজধানীবাসী। সঙ্গে বজ্রঝড়।
আবহাওয়া অফিস জানিয়েছে, গত কয়েকদিনের মধ্যে রাজধানীতে মঙ্গলবার বেশি বৃষ্টিপাত হয়েছে। হয়েছে বজ্রঝড়ও।
দিনভর রোদ থাকলেও দুপুরের পর থেকে আকাশের মুখ ভার হতে থাকে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে বাতাস। বিকেল পৌনে ৪টার দিকে কিছুটা দমকা বাতাস বয়ে যাওয়ার পর শুরু হয় বজ্রঝড়। এরপর মুষলধারে বৃষ্টি শুরু হয়। মাঝে বৃষ্টিহীন বজ্রঝড়ের পর আবারো বৃষ্টি নামে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, এটা কালবৈশাখীর প্রভাব। কালবৈশাখী আরও কিছু দিন হবে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। সেই সঙ্গে কিছু কিছু জায়গায় তাপপ্রবাহও চলছে। সার্বিকভাবে তাপমাত্রা বাড়ার আভাস রয়েছে।
এদিকে বজ্রঝড়ের কারণে অনেকের মধ্যেই ভীতির সঞ্চার হয়। বৃষ্টিতে আটকে পড়া অনেক পথচারীকে আশপাশের ভবন ও দোকানপাটে আশ্রয় নিতে দেখা যায়। ভোগান্তি হিসেবে না দেখে এটাকে স্বস্তি বলেই মনে করছেন অনেকে।
চলমান তাপপ্রবাহে দেশে সোমবার সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছিল ৩৯ দশমিক ৪ ডিগ্রিতে। এছাড়া বেড়েছিল বাতাসে আর্দ্রতার পরিমাণ। ফলে গত কয়েক দিন ভ্যাপসা গরম অসহনীয় হয়ে উঠেছিল।
তবে দেশের একটা অংশে ঝড়ও বয়ে যাচ্ছে তাপপ্রবাহের সঙ্গে সঙ্গে।
আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, সিলেট, মাগুরা, টাঙ্গাইল, মাদারীপুর, কুমিল্লা, কুষ্টিয়া অঞ্চল সমূহের উপর দিয়ে অস্থায়ীভাবে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, মে ১৮, ২০২১
ইইউডি/এমজেএফ