ঢাকা, শনিবার, ১০ কার্তিক ১৪৩১, ২৬ অক্টোবর ২০২৪, ২২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

২৭ মে থেকে চলবে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, মে ১৯, ২০২১
২৭ মে থেকে চলবে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’

ঢাকা: আগামী ২৭ মে থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে ঢাকায় আসবে ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেন’। পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এবার আমের সঙ্গে শাকসবজি ও ফলমূলও ঢাকায় আসবে এই ট্রেনে।

বুধবার (১৯ মে) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম এ তথ্য জানান।

তিনি জানান, আগামী ২৭ মে চাঁপাইনবাবগঞ্জে উপস্থিত থেকে ম্যাংগো স্পেশাল ট্রেনের উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর-আমনুরা-রাজশাহী-ঢাকা-রহনপুর রুটে চলাচল করবে।

রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এবার ম্যাংগো স্পেশাল ট্রেনে আমের কেজি প্রতি ভাড়া পড়বে ১ দশমিক ৩০২ টাকা।

গত বছর প্রথমবারের মতো ম্যাংগো স্পেশাল ট্রেন চালু করা হয়। সে বছর জুন-জুলাইয়ে মোট ৮৫৭ মেট্রিক টন আম ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে ঢাকায় আনা হয়েছিল। এতে রেলওয়ের আয় হয় ৯ লাখ ২৯ হাজার ৮৬৯ টাকা।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, মে ১৯, ২০২১
ডিএন/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।